শেষ আপডেট: 9th January 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: পদ্ম শিবিরের মিছিলকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল শাসক শিবির। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বেসরকারি কাজে ব্যবহার করার প্রতিবাদে বৃহস্পতিবার রবীন্দ্র সদন মেট্রো থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি।
কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। বুধবার এ ব্যাপারে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত।
আদালত জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যে মিছিল করা যাবে। ১০০০ লোক নিয়ে রবীন্দ্র সদন থেকে পিটিএস - আলিপুর চিড়িয়াখানা হয়ে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল যাবে।
সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। তবে রাজ্যের আর্জি খারিজ করে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে আদালত। মিছিলের নেতৃত্বে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।