শেষ আপডেট: 19th February 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তার দ্রুত শুনানির আর্জি জানান হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দ্রুত শুনানি এখন সম্ভব নয়।
মামলাকারী সংযুক্তা সামন্ত সন্দেশখালি এলাকায় সিআরপিএফ-এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়ে আবেদন করেন। তবে মামলাকারী যেহেতু সন্দেশখালি এলাকার বাসিন্দার নন, পাশাপাশি তিনি সেখানে যাওয়ার চেষ্টাও করেননি, তাই এই মুহূর্তে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মনে করছে তাঁর মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই। তালিকা অনুযায়ী মামলাকারীর মামলার শুনানি হবে বলেই জানান হয়েছে।
সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে গত শুক্রবার কলকাতা হার্ইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তবে সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী সন্দেশখালি যাননি। তিনি সেখানকার বাসিন্দাও নন। তাই তাঁর মামলার দ্রুত শুনানির এখনও দরকার নেই।
গত ৫ জানুয়ারি থেকে শিরোনামে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি। সেখানকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে হামলার মুখে পড়ে ইডির আধিকারিকরা। তারপর থেকে এখনও বেপাত্তা শেখ শাহজাহান। এরপর থেকেই এলাকা উত্তপ্ত। বর্তমানে শাহজাহানের দুই অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হওয়ায় গ্রামবাসীদের ক্ষোভ কিছুটা কমেছে। একই সঙ্গে পরিস্থিতি বুঝে সন্দেশখালির ৪ জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নিয়েছে পুলিশ প্রশাসন।