সৌমিত্র খাঁ
শেষ আপডেট: 26 July 2024 08:31
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টে স্বস্তি পেলেন সৌমিত্র খাঁ। শুক্রবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে চলতে থাকা মামলা খারিজ করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ।
২০২৩ সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানীর অভিযোগ ছিল। নিম্ন আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানাও জারি করে নিম্ন আদালত।
মামলাটিতে সৌমিত্রকে পাঁচবার এমপি, এমএলএ কোর্টে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন সাংসদ। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেই মামলাতেই শুক্রবার বিচারপতি ঘোষের নির্দেশে স্বস্তি পেলেন সৌমিত্র।
এর আগে গত ৯ জুলাই সৌমিত্রকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তিনি হাজিরা দেননি। তখন তাঁর বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশও দেয় এমপি-এমএলএ আদালত। এরপরই সৌমিত্র সেই এফআইআর খারিজের আবেদন জানান উচ্চ আদালতে।