আগামী ১ জুলাইয়ের মধ্যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 17 June 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১ জুলাইয়ের মধ্যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট (Pay Commission recommendation report) প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে রাজ্যকে ওই সুপারিশ রিপোর্ট প্রকাশ করতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
ডিএ নিয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া ডিএর ২৫ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশ মেনে ১৫ জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল। কিন্তু ১৭ জুন পেরিয়ে গেলেও এ ব্যাপারে সরকার এখনও অবস্থান স্পষ্ট করেনি।
এনিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ, ডিএ মামলায় রাজ্য দাবি করছে, ষষ্ঠ পে কমিশন তাঁরা মেনে চলছে। অথচ রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। কেন পে কমিশনের সুপারিশ রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না তা নিয়েই প্রশ্ন তোলেন মামলাকারীরা।
আদালত সূত্রের খবর, মামলার পর্যবেক্ষণে এদিন বিচারপতিও এ ব্যাপারে রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, "পে কমিশনের সুপারিশ তো সরকারের কোনও গোপন নথি নয়! এটা তো সরকারের কর্মচারীদের জন্য। তাহলে কীসের এত গোপনীয়তা?"
সূত্রের খবর এ ব্যাপারে আদালতে নির্দিষ্ট কোন ব্যাখ্যা দিতে পারেননি রাজ্যের আইনজীবী। এমনকী 'কবে রিপোর্ট জনসমক্ষে বা পাবলিক ডোমেনে আসবে?', বিচারপতির এই প্রশ্নেও চুপ থেকেছেন রাজ্যের আইনজীবী। এরপরই রাজ্যের উদ্দেশে আদালত জানিয়ে দেয়, ১ জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে কাজ করে ষষ্ঠ পে কমিশন। তবে এ ব্যাপারে পে কমিশনের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।