শেষ আপডেট: 17th February 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্নাকে এক বছর আগে পুলিশ গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, তাঁরা আদতে বাংলাদেশি। জাল নথি বানিয়ে এদেশে বসবাস করছেন। সেই সংক্রান্ত একটি মামলায় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।
বিচারপতি প্রশ্ন তুললেন, 'আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি?'
জাল পাসপোর্ট সংক্রান্ত একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এমন প্রশ্ন তোলে। বিচারপতির বক্তব্য, 'জাল আধার, ভোটার কার্ড, রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশির কাছেও আছে। কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে করও দেয়। তাহলে কি তাঁরা ভারতীয় নাগরিক হয়ে গেলেন?' বিচারপতির পর্যবেক্ষণ, আমেরিকা থেকে যাদের বের করে দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রেও এই একই ঘটনা দেখা যাচ্ছে।
মামলাকারীর আইনজীবী যুক্ত দিয়েছিলেন, ২০১০ সালে এদেশে এসেছিলেন দুলালরা। আর ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যামেন্ড অ্যাক্ট ২০১৯ আইনের ২ ধারা অনুযায়ী, ২০১৪ সালের আগে যারা এদেশে এসেছেন তাঁদের এদেশের নাগরিক বলে গণ্য করা হবে। যদিও এই যুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট। দুলাল এবং তাঁর স্ত্রীর জামিনের আবেদন পত্রপাট খারিজ করে দেওয়া হয়।
ইতিমধ্যে কলকাতা তথা রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। ধরা পড়েছে জঙ্গিও। সেই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এমন পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সকলের থেকেই ভারতীয় নথি উদ্ধার হয়েছে। আধার থেকে শুরু করে ভোটার, একাধিক নথি মিলেছে। তবে জেরার মুখে পড়ে তারা কেউই যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি।