শেষ আপডেট: 23rd September 2023 13:35
দ্য ওয়াল ব্যুরো: নিউ মার্কেট চত্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্র্যান্ড হোটেল (Grand Hotel)। কলকাতার নাম করা হোটেলগুলির মধ্যে অন্যতম। কিন্তু এই হোটেলের সামনের ফুটপাত হকারদের (Hawker) দখলে! শুধু তাই নয়, এই ফুটপাতেই বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ করে চলছে কেনাবেচা। যা নিয়ে শহরের মানুষদের একটা বড় অংশের মধ্যে ক্ষোভ রয়েছে। এমন ঐতিহ্যবাহী হোটেলের সামনে ফুটপাতের চিত্র কেন এমন হবে, সেই প্রশ্ন রয়েছে। সেই ফুটপাত কীভাবে 'হকার মুক্ত' করা যায়, তা কলকাতা পুরসভার (KMC) কাছে জানতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)।
হোটেলের সামনে ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্যের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গ্র্যান্ড হোটেল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, হোটেলের সামনের ঝুল বারান্দার নীচে হকারদের রাজত্ব চলছে। সেখানে রীতিমতো পাকাপাকি কাঠামো বানিয়ে ব্যবসা হচ্ছে। রাস্তার লাইটপোস্ট থেকে বিদ্যুৎ সংযোগ টেনে নিয়েছেন হকাররা। ফলে বাগড়ি মার্কেটের মত যে কোনও দিন এখানে আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানিতে পুরসভা জানায়, কোথা থেকে হকাররা বিদ্যুৎ সংযোগ নিয়েছে তা জানে না। নিউমার্কেট থানা আদালতে জানায়, হোটেলের প্রবেশ ও বাহির পথ ফাঁকা রাখার চেষ্টা করে তারা।
শুনানি শেষে বিচারপতি পুরসভাকে নির্দেশ দেন, কীভাবে ওই ফুটপাত খালি করা যায় তা আদালতে জানাতে হবে। পাশাপাশি সিইএসসিকে তথ্য পেশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি বলেন, আদালতের অনুমতি ছাড়া সেখানে নতুন করে কোন হকারকে লাইসেন্স দেওয়া যাবে না। ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। পুরসভা ও সিইএসসিকে তারমধ্যেই হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে আদালতে।
আরও পড়ুন: রাস্তা যেন মরণফাঁদ! জি টি রোড থেকে কোন্নগর স্টেশন যেতে নাভিঃশ্বাস বাসিন্দাদের