শেষ আপডেট: 1st September 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) কোম্পানির কম্পিউটারে ১৬টা ফাইল ডাউনলোড করে দিয়েছে ইডি (Enforcement Directorate)! এমন অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এই নিয়ে লালবাজারেও অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই ১৬টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) করা মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ওই ১৬টি ফাইলে কী আছে?
গত ২১ অগস্ট নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিসে ম্যারাথন তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি শেষে কোম্পানির বেশকিছু নথি নিয়ে যান ইডি আধিকারিক। তারপর ইডি এই তল্লাশি অভিযান নিয়ে একটি বিবৃতি জারি করে। তাতে সরাসরি নাম জড়িয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
পর্যবেক্ষকদের একাংশের মতে, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেককে ডাকতে পারে ইডি। তাই আগেভাগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, শনিবারের মধ্যে ওই ১৬টি ফাউল আদালতে জমা দিতে হবে।
তিনি আরও বলেন, এই মামলায় আগেই ইসিআর বাতিলের আবেদন করা হয়েছিল। তারপর ফের নতুন করে কেন আবেদন করা হল? একই মামলা দু'টি কোর্টে চলবে তা কী করে হয়? তারপরই ১৬টি ফাইল চেয়ে পাঠান বিচারপতি। তিনি মন্তব্য করেন, 'এই ইস্যু শেষ করতে চাই।' আগামীকাল অর্থাৎ শনিবার ফের এই মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন: বেহালায় সরকারি অনুমোদন ছাড়াই ৩২ বছর স্কুল চলছে কীভাবে, জবাব চাইল হাইকোর্ট