শেষ আপডেট: 30th January 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: শহরের যত্রতত্র কেবল তার ফেলে রাখা নিয়ে এবার বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শহরের ছোট, বড় সমস্ত কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল পুরসভা।
পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সন্দীপরঞ্জন বক্সী জানান, আগামী ১০ দিনের মধ্যে ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যাওয়ার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারমধ্যে কাজ না করলে ভবিষ্যতে আর ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যেতে দেওয়া হবে না। তারপরও যত্রতত্র কেবল তার ফেলে রাখলে পুলিশ পদক্ষেপ করবে।
জানা যাচ্ছে, বুধবার এ বিষয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন পুরকর্তারা। সেখানে পুরসভার তরফে স্পষ্ট করে জানানো হয়, আগামী ১০ দিন ওভারহেড দিয়ে কেবলের তার লাগানোর কাজ করতে পারবেন কেবল অপারেটরা। তারপর আর শহরের কোথাও ওভারহেড দিয়ে কেবলের তার নিয়ে যেতে দেওয়া হবে না।
সন্দীপবাবু জানান, যত্রতত্র কেবলের তার যেভাবে রয়েছে তাতে দৃশ্যদূষণও বাড়ছে। এ বিষয়ে বারংবার বলেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার সময়সীমা বেঁধে দেওয়া হল। এরপরও কথা না শুনলে পুলিশ ডেকে পদক্ষেপ করা হবে। যদিও এ ব্যাপারে কেবল অপারেটরদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।