শেষ আপডেট: 13th March 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিভিন্ন এলাকায় খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছিল আগেই। এবার এ বিষয়ে ওএনজিসি-কে (ONGC to start oil drilling in Ashoknagar) খনিজ তেল খননের প্রয়োজনীয় ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
একই সঙ্গে জলপাইগুড়ির নাগরাকাটায় আধা-সামরিক বাহিনীর এসএসবি বা সশস্ত্র সীমা বল এর জন্য দু’একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনার বাইগাছিকে কেন্দ্র করে একাধিক জায়গায় তেলের হদিশ পাওয়া গিয়েছিল আগেই। এরপর ২০২০ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেখানে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের সূচনা করেন। এবার ওএনজিসিও বাংলাজুড়ে তেল ও গ্যাস উত্তোলনের কাজ শুরু করতে চলেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনার চারটি জায়গায় জমি লিজে নিয়ে খননের কাজ প্রায় শেষ। বর্তমানে দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের দু'টি জায়গায় জমি লিজ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে অশোকনগরের ওই খনিজ তেল খননের প্রয়োজনীয় ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
ওএনজিসি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার ১৩টি জায়গা, দক্ষিণ ২৪ পরগনার তিনটি, নদিয়ার একটি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাঁচটি জায়গায় খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য জমি চিহ্নিত করার কাজও সম্পূর্ণ। প্রতিটি সাইটের জন্য গড়ে প্রায় পাঁচ একর জমি লিজে নেওয়া হবে বলে জানিয়েছে ওএনজিসি। প্রথমে মাটির তলায় আড়াই হাজার থেকে ছ'হাজার মিটারের মধ্যে তেল ও গ্যাসের ভাণ্ডারের বর্তমান অবস্থা যাচাই করবেন বিশেষজ্ঞরা। সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত ওই এলাকায় জমি অধিগ্রহণ করে বাণিজ্যিকভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে। সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে বাংলা আরও শক্তিশালী হবে বলেই মত পর্যবেক্ষকদের।