শেষ আপডেট: 24th August 2023 10:19
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) দিল্লির বাসভবনের দেওয়াল ভেঙে ঢুকে পড়ল ক্যাব (Cab)। কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা মন্ত্রীর বাড়িতে এই ঘটনা ঘটায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার পরই আটক করা হয় ওই ক্যাবচালককে। যদিও জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই ক্যাবটি দেওয়ালে গিয়ে ধাক্কা মেরেছে। তবে সেইসময় কেন্দ্রীয় মন্ত্রী নিজের বাড়িতে ছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে সেই বাড়ির বাইরের পাঁচিলেই একটি ক্যাব ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে। পুলিশ সূত্রে খবর, ওই ক্যাবচালকের নাম রহিম আলি। তিনি হরিয়ানার নুহের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে তাঁর ক্যাবটির ধাক্কা লাগে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রিজেজুর বাড়ির পাঁচিলে ধাক্কা মারেন তিনি। এতেই দেওয়ালের কিছুটা অংশ ভেঙে যায়।
এরপর আর ক্যাবচালককে আটকে রাখা হয়নি। ক্যাবটি কোনওরকমে ভাঙা পাঁচিল থেকে বের করে এনে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। চালকের দাবি আদৌ কতটা সত্যি, তা জানতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হবে বলে জানা গিয়েছে। সেই ফুটেজ দেখেই নিশ্চিত হওয়া যাবে যে, সত্যিই বাসের সঙ্গে ধাক্কা লেগে ক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা। তবে এর পাশাপাশি কিরেন রিজেজুর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
মোদীর হাতে অস্ত্র তুলে দিল কংগ্রেস নেতার বই! মণিশঙ্করের কাঠগড়ায় রাজীব, রাও