শেষ আপডেট: 13th July 2024 11:37
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সারা দেশের ৬টি রাজ্যের ৯টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এরাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচনের ভোটগণনা চলছে। এগুলি হল কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা।
শুরু থেকে রানাঘাট দক্ষিণ বাদে বাকি তিনটি বিধানসভায় এগিয়ে ছিল শাসকদল তৃণমূল। বেলা গড়াতে রানাঘাটেও বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী। তাৎপর্যপূর্ণভাবে উপ নির্বাচনেও প্রথম, দ্বিতীয় লড়াইয়ে নেই বাম, কংগ্রেস।
কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছেন ৩১ হাজার ২৮৭ ভোটে। একইভাবে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ২০ হাজার ৮১৮ ভোটে এগিয়ে রয়েছেন। একই ছবি রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা উপ নির্বাচনেও। রানাঘাটে ১৩ হাজার ২০০ এবং বাগদাতে ১৮ হাজার ৮৩৭ এগিয়ে তৃণমূল প্রার্থী।
তবে সবে গণনা শুরু হয়েছে। চূড়ান্ত ফলের ইঙ্গিত এখনই বোঝা না গেলেও শাসকদলের দাবি চারটি আসনেই তাঁরা জিতবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে জয়ের ব্যবধানও। ইতিমধ্যে মানিকতলায় সুপ্তি পাণ্ডের জয় নিশ্চিত বলে দাবি করে টুইটও করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল লিখেছেন, 'মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে রেকর্ড জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অভিনন্দন। দলের প্রচার ও কর্মপদ্ধতিতে সাড়া দিয়েছেন মানুষ। কর্মী, সমর্থকদের পরিশ্রম সার্থক।'
মানিকতলা বিধানসভা উপনির্বাচনে @AITCofficial প্রার্থী সুপ্তি পান্ডেকে রেকর্ড জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অভিনন্দন। দলের প্রচার ও কর্মপদ্ধতিতে সাড়া দিয়েছেন মানুষ। কর্মী, সমর্থকদের পরিশ্রম সার্থক। @MamataOfficial জিন্দাবাদ।@abhishekaitc জিন্দাবাদ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 13, 2024
সাধনদাকে শ্রদ্ধাঞ্জলি
গতবার মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিনটি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল।
কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন তিনি।
অন্যদিকে, বাগদা আর রানাঘাট-দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী ঘাসফুল শিবিরের টিকিট পেলেও বিশ্বজিৎ দাসকে টিকিট দেয়নি তৃণমূল। পরিবর্তে এখানে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে।