শেষ আপডেট: 13th July 2024 08:02
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বাগদার গণনাকেন্দ্রের সামনে পৌঁছে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বাগদা বিধানসভার উপ নির্বাচনের গণনা হবে বাগদা হেলেঞ্চা হাইস্কুলে।
সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছে যান গণনাকর্মীরা। তার কিছুপরেই গণনাকেন্দ্রের সামনে হাজির হন শান্তনু। যার জেরে উত্তেজনাও তৈরি হয় গণনাকেন্দ্রের বাইরে। পুলিশ অবশ্য সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে সরিয়ে দেয়। বলা হয়, ২০০ মিটারের মধ্যে থাকা যাবে না।
শান্তনু বলেন, "বাংলার প্রশাসনের ভূমিকা সকলেই জানেন। তৃণমূল গণনায় যাতে কারচুপি করতে না পারে তাই সকাল বেলাতেই প্রার্থী এবং কর্মীদের নিয়ে পৌঁছে গেছি। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নজরদারি রাখব।"
বুধবার ভোট হয়েছে কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভায়। তৃণমূল, বিজেপি সহ চারটি কেন্দ্রে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
গণনাকে কেন্দ্র করে শনিবার চারটি এলাকাতেই কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মানিকতলার ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ডে গণনা হবে। একইভাবে বাগদা ২টি কাউন্টিং হলে ১৩ রাউন্ড করে গণনা হবে, রাণাঘাট দক্ষিণের ২ টি কাউন্টিং হলে ১১ রাউন্ড করে এবং রায়গঞ্জের ২টি হলে ২০ রাউন্ডে গণনা হবে। এই মুহূর্তে প্রতিটি গণনাকেন্দ্রেই পৌঁছে গেছেন প্রার্থীরা।
গতবারে মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিনটি বিধানসভা আসনে বিজেপি জিতেছিল। শাসক দল তৃণমুলের দাবি, চারটি আসনেই তাঁদের জয় নিশ্চিত। অন্যদিকে, গতবারের তিনটি আসনে এবারে জয়ের সম্ভাবনা দেখছে গেরুয়া শিবিরও।