বিজেপি কার্যালয়ে তালা
শেষ আপডেট: 24th October 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর বাংলার ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সব রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী বিমল দাস। তারপর স্বাভাবিকভাবেই তেড়ে প্রচার চালানোর কথা। কিন্তু হাড়োয়ার ছবিটা অন্যরকম। সেখানে বিজেপি কার্যালয়ে সেই ছবি দেখা গেল না। বরং বিজেপি কর্মীদের একাংশ নিজেদের পার্টি অফিসেই তালা ঝুলিয়ে দিলেন। শুধু তাই নয়, হাড়োয়া, দেগঙ্গা এবং বারাসত ২ নম্বর ব্লকে ১০টির বেশি বিজেপি কার্যালয়ে তালা ঝোলানোর খবর এসেছে।
জেলা বিজেপি বলছে, প্রার্থী পছন্দ হয়নি। তাই ক্ষোভের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা- কর্মীরা। টাকার বিনিময়ে এই প্রার্থী ঠিক করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।
পাশাপাশি জানা যাচ্ছে প্রার্থী বাছাইয়ে ক্ষেত্রে স্থানীয় নেতাদের সঙ্গে কোনও পরামর্শই নেওয়া হয়নি। এসব নিয়েই বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষকে দায়ী করা হচ্ছে।
কর্মীদের অভিযোগ, এলাকার মানুষের সাহায্যে প্রার্থী বিমল দাসকে দেখা যায় না। দলের কোনও কর্মসূচিতেও দেখা যায়নি। দেগঙ্গার মহিলা বিজেপি নেত্রী অঞ্জলি মজুমদারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলছন, ‘যে প্রার্থী এলাকার মানুষের পাশে থাকেন না, পঞ্চায়েতে একটিও বুথে প্রার্থী দিতে পারেন না, কেমন করে তাঁকে বিধানসভার টিকিট দেয় দল?’
তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী এই হড়োয়া কেন্দ্রে। তার ওপর যদি আঞ্চলিক নেতৃত্বের সঙ্গে কথা না বলে প্রার্থী ঘোষণা করা হয়, তাহলে দল ভোট চাইবে কীভাবে? এতে বিড়ম্বনা বাড়বে বলেই মনে করছেন তাঁরা।
এদিকে অভিযোগ নস্যাৎ করে দিয়ে বিজেপি সভাপতি তাপস ঘোষ বলছেন, ‘বিজেপির কোর কমিটি এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই নাম পাঠানো হয়েছিল। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব তাতে সিলমোহর দিয়েছে বলেই বিমল দাসকে প্রার্থী করা হয়েছে। এমন মন্তব্য করা ঠিক নয়।’
এই কেন্দ্রে বামফ্রন্ট, কংগ্রেস হেভিওয়েট প্রার্থী দিতে পারেনি। আর বিজেপির অন্দরে চলছে মতানৈক্য। যে কারণে গোটা ব্যাপারটায় যারপরনাই খুশি তৃণমূল কংগ্রেস।