শেষ আপডেট: 12th May 2023 07:58
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ইডেনে ব্যাটে-বলে কেকেআরকে টেক্কা দিয়ে গেছে রাজস্থান রয়্যালস। প্রথমে যুজবেন্দ্র চাহালের ঘূর্ণি ও শেষে যশস্বী জয়সালের ব্যাটিং তাণ্ডব, দুরমুশ করে ছেড়েছে নাইটদের। যা নিয়ে গতকাল রাত থেকেই আলোচনা চলছে। কিন্তু এতকিছুর পরেও গোলাপি বাহিনীর অন্দরে ধেয়ে এল খারাপ খবর। শাস্তির মুখে পড়লেন রাজস্থানের ওপেনার জস বাটলার (Penalty will be charged)।
নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে অভিযুক্ত হয়েছেন বাটলার। দিতে হবে ম্যাচ ফি-র ১০ শতাংশ। আইপিএলের গভর্নিং বডি মধ্যরাতে এক বিবৃতিতে জানিয়েছে, ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএলের ম্যাচ চলাকালীন টুর্নামেন্টের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন বাটলার (Butler broke the rules of the IPL against the KKR)।
কী অপরাধ করেছেন জস বাটলার?
কলকাতার ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন যশস্বী। কিন্তু এদিন রান পাননি বাটলার। রাজস্থান একমাত্র তাঁরই উইকেট খোয়ান। আন্দ্রে রাসেলের ছোড়া বলে মাত্র ০ রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
আউট হতেই হতাশা ঘিরে ধরে বাটলারকে। তিনি আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মাঠের মধ্যে রাগ প্রকাশ করে ফেলেন। সেই কারণেই আইপিএলের কোড অফ কন্ডাক্টের আর্টিকেলের ২.২ ধারার লেভেল ১ অপরাধ হিসেবে ধরা হয়েছে সেটি। নিজের অপরাধ স্বীকার করে নেন বাটলার।
ব্র্যাভোকে ছাপিয়ে আইপিএলে শীর্ষে চাহাল, নয়া ইতিহাস গড়লেন ভারতের ‘রিস্ট স্পিনার’