Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Nandigram

নন্দীগ্রামে গভীর রাতে ব্যবসায়ীর দেহ উদ্ধার! শুরু শাসক-বিরোধীর চাপানউতর, চাঞ্চল্য

বৃহস্পতিবার মধ্যরাতে সেই দোকানের সামনে থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নন্দীগ্রামে গভীর রাতে ব্যবসায়ীর দেহ উদ্ধার! শুরু শাসক-বিরোধীর চাপানউতর, চাঞ্চল্য

ফাই ছবি।

শেষ আপডেট: 23 May 2025 08:41

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার গভীর রাতে নন্দীগ্রামের (Nandigram) ২ নম্বর ব্লকের আমদাবাদ-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাতেঙ্গা বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ। অভিযোগ, ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

এদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধীর মধ্যে এলাকায় শুরু হয়েছে চাপানউতর। ঘটনার জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করেছেন বিজেপি নেত্রী মমতা পাত্র। তিনি নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিও। তাঁর অভিযোগ, "পুলিশের মদতেই এলাকায় অবৈধ মদের ব্যবসা। সেই সূত্রে এলাকায় সমাজ বিরোধীদের আনাগোনা বেড়েছে, তারই জেরে এ ঘটনা।" 

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ কাজেহার বলেন, "বিজেপি সব কিছুর মধ্যে রাজনীতি করে। আমরা পুলিশকে বলেছি, যথাযথ তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।"

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত আশিস গুড়িয়ার (৪৫) একটি খাবারের দোকান রয়েছে আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের জানার বাজার সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার মধ্যরাতে সেই দোকানের সামনে থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের অভিযোগ, নন্দীগ্রামের ভেটুরিয়ার বাসিন্দা শেখ রাজু একটি সোনার আংটি আশিসের কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিলেন। পরবর্তীকালে আশিসবাবু দেখেন, ওই আংটিটি সোনা নয়, তাঁকে ঠকানো হয়েছে। শেখ রাজু নামের ওই ব্যক্তিকে তিনি ডাকেন এবং তার সঙ্গে  বচসায় জড়িয়ে পড়েন। রাজুই খুন করেছে বলে আশিসের পরিবারের অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


ভিডিও স্টোরি