পুলিশি জুলুম-সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে আগামী ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত টানা তিনদিন পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ ব্যবসায়ীরা।
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 May 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকেও গলল না বরফ। ফলে শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে আগামী ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত টানা তিনদিন রাজ্যজুড়ে পরিবহণ ধর্মঘট (Bus Strike) হতে পারে।
পুলিশি জুলুম-সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে আগামী ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত টানা তিনদিন পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ ব্যবসায়ীরা। তাঁদের দাবি পূরণে মঙ্গলবার পরিবহণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুলিশের কর্তারা। তবে বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বের হয়নি বলে দাবি বাস মালিকদের সংগঠনের কর্তাদের।
ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস অনার্স অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "বৈঠক থেকে সমাধান সূত্র বের হয়নি। শুধুই মৌখিক আশ্বাস, ফলে আমরা ধর্মঘটের পথ থেকে সরছি না।" বাস, মিনিবাসের পাশাপাশি ৭২ ঘণ্টার এই ধর্মঘটে স্কুলবাসও যোগ দেবে বলে দাবি বেসরকারি বাস মালিকদের।
যার জেরে রাজ্যজুড়ে সংশ্লিষ্ট তিনদিন রাজ্যের পরিবহণ ব্যবস্থা বড়সড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, ছুটির কোনও দিন নয় ২২ মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের বেসরকারি পরিবহণ ব্যবস্থা অচল হতে পারে।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনার সময় থেকে পরিবহণ শিল্প ধুঁকছে। সেই অর্থে ভাড়া বাড়েনি, কিন্তু পুলিশি জুলুম বেড়েছে। এছাড়াও পরিবহণ ব্যবসার ওপর বাড়তি কর চাপানো হয়েছে।"
তপনবাবু এও বলেন, করোনার সময় ২ বছর রাস্তায় বাস নামেনি। তাই ১৫ বছরের পুরনো বাস তুলে দেওয়ার নিয়ম সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ২ বছর অতিরিক্ত সময় দেওয়ার দাবি জানানো হয়েছিল। তাও মানা হয়নি। উল্টে পথে বেরোলেই পুলিশের হাজারও জুলুম সহ্য করতে হয়। তাই একাধিক বঞ্চনার প্রতিবাদে টানা তিনদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাতেও সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন বাস ব্যবসায়ীরা।