শেষ আপডেট: 8th March 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে বাড়ি ফেরেননি। ফোনও সুইচ অফ ছিল। শনিবার সকালে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে খড়ের গাদা থেকে এক তৃণমূল কর্মীর ভাইপোর অর্ধদগ্ধ দেহ (Burned body) উদ্ধার ঘিরে শোরগোল তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদের (Hemtabad) বাঙালবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছেস, মৃত তরুণের নাম পাপাই ক্ষেত্রী ওরফে বিট্টু (৩৫)। সুদের কারবারের পাশাপাশি গাড়ি কেনাবেচা করতো সে। পাপাইয়ের পিসি সবিতা ক্ষেত্রী ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হেমতাবাদে তৃণমূল প্রার্থী ছিলেন। ঘটনার নেপথ্যে শুধুই ব্যবসায়িক লেনদেন নাকি রাজনৈতিক শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল পাপাইযের। বলেছিলেন, ঘণ্টা খানেকের মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু রাতে না ফেরায় আশেপাশে খোঁজখবর করেও তাঁর সন্ধান মেলেনি।
এদিন সকালে গ্রামের লোকজন প্রাতঃভ্রমণে বেরিয়ে, খড়ের গাদা জ্বলতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, একটি দেহ পুড়ছে খড়ের গাদায়। পাশে রাখা স্কুটার। পরে স্কুটার এবং অর্ধদগ্ধ দেহ দেখে সেটি পাপাইয়ের বলে চিহ্নিত করেন তাঁর স্ত্রী।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানার আইসি। তবে স্থানীয় সূত্রের দাবি, আর্থিক লেনদেন নিয়ে বন্ধুদের সঙ্গে সম্প্রতি বচসা হয়েছিল পাপাইয়ের। তারই জেরে এই পরিণতি কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।