শেষ আপডেট: 14th September 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ও দক্ষিণ প্যাঙ্গং হ্রদ সংলগ্ন পাহাড়ি এলাকা দখলের জন্য মরিয়া চিন। উত্তর প্যাঙ্গংয়ের ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে সামরিক কাঠামো তৈরি করছে লাল সেনা। এদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা এলএসি বরাবরও সেনার সংখ্যা বাড়াচ্ছে চিন। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, লাদাখ তো বটেই অরুণাচলের দিকেও নজর পড়েছে তাদের। সীমান্ত বরাবর চার জায়গায় নতুন করে সামরিক কাঠামো তৈরি করতে দেখা গেছে চিনের বাহিনীকে। ভারতীয় সেনা সূত্রে খবর, অরুণাচলের সীমানা বরাবর চার জায়গা যথা আসাফিলা, টুটিং অ্যাক্সিস, চ্যাং জ়ি ও ফিসটেল-২ সেক্টরে সেনা মোতায়েন করতে দেখা গেছে চিনকে। ভারতের সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটারের মধ্যে সামরিক কাঠামো, রাইফেল ডিভিশন তৈরি করছে লাল সেনা। সূত্রের খবর, এই চার এলাকায় আরও বেশি সেনা মোতায়েনের উদ্দেশ্য রয়েছে চিনের। তাদের গতিবিধি থেকেই এটা স্পষ্ট। লাদাখে ভারতীয় সেনার প্রস্তুতি দেখে তারা ঘুর পথে নিজেদের সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে। কখনও ভুটান সীমান্তে, কখনও মানস সরোবরের কাছে সেনা মোতায়েন করতে দেখা যাচ্ছে চিনকে।