শেষ আপডেট: 1st February 2025 23:05
দ্য ওয়াল ব্যুরো: শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট (Budget 2025) পেশ করেছেন। এখন পৃথক করে রেল বাজেট (Rail Budget) ঘোষণা করা হয় না। অর্থমন্ত্রীই রেল মন্ত্রকের জন্য বরাদ্দের কথা জানান। বাজেট ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে, কলকাতা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য এবারও বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে।
কলকাতায় পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং যাত্রী পরিষেবা বাড়ানোর লক্ষ্যে এই সব মেট্রো লাইনের ঘোষণা চোদ্দ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তখন রেলমন্ত্রী ছিলেন তিনি। তবে দুর্ভাগ্যের বিষয় হল, বেশিরভাগ মেট্রো সম্প্রসারণ বা নয়া লাইন বানানোর কাজ জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা মোকদ্দমার জেরেই বিলম্বিত হয়েছে।
মাঝেরহাট হয়ে জোকা থেকে ডালহৌসি তথা বিনয় বাদল দিনেশ মার্গ পর্যন্ত মেট্রো রেলের নির্মাণে এ বছর বরাদ্দ করা হয়েছে ৯১৪.৫০ কোটি টাকা, যা চলতি আর্থিক বছরের তুলনায় বেশি। চলতি অর্থবছরে এই প্রকল্পের জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
অন্যদিকে, দমদম থেকে রাজারহাট হয়ে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২০.৭২ কোটি টাকা, যা চলতি আর্থিক বছরের জন্য বরাদ্দ তথা ১৫৫০ কোটির তুলনায় অনেকটাই কম। অর্থ মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী, এই প্রকল্পের কাজ শেষের পথে। তাই বরাদ্দ কমানো হয়েছে।
এছাড়াও, কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ₹৫০০ কোটি। এই বরাদ্দ কলকাতা মেট্রোর আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মোটের উপর, কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রোর সম্প্রসারণ এবং উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা এই দুই প্রকল্পের বকেয়া কাজ শেষ করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।