শেষ আপডেট: 8th March 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ের (Darjeeling) রাজগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফ (BSF)-এর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও বাংলাদেশের পাচারকারীরা। যার জের গুরুতর জখম এক বিএসএফ কর্মী। পাল্টা আক্রমণে মৃত্যু হয় এক বাংলাদেশি (Bangladeshi) পাচারকারীর।
শনিবার ভোরবেলা দার্জিলিং জেলার রাজগঞ্জ থানা এলাকার খালপাড়া গ্রামের ঘটনা। বিএসএফ সূত্রে খবর, ১৫-২০ জন বাংলাদেশি পাচারকারী ভারতে অনুুপ্রবেশ করে। বিএসএফ তাদের আত্মসমর্পণ করতে বললে লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বিএসএফ-কে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে তাতেই কর্তব্যরত এক জওয়ান গুরুতর জখম হন। পাল্টা গুলি চালায় বিএসএফ-ও। ছোড়া হয় স্টান গ্রেনেড। পরে ঘটনাস্থল থেকে এক বাংলাদেশি পাচারকারীর দেহ উদ্ধার হয়।
বস্তুত, রাজ্য থেকে বিগত বেশ কয়েকদিনে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। বেশির ভাগেরই যোগসূত্র রয়েছে বাংলাদেশে। সেই প্রসঙ্গে বিএসএফকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, ''অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বিএসএফ। রাজ্যে গুন্ডা পাঠিয়ে খুন করা হচ্ছে।''
অনুপ্রবেশ নিয়ে বিশেষ নজরদারি চালাতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছেন মমতা। তিনি বলেন, ''রাজ্যের কোন কোন জায়গা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে সেই তথ্য পেয়েছেন ডিজি। আমাকে সে সব তথ্য দেওয়া হোক। আমি কেন্দ্রকে চিঠি লিখব। এর আগেও আমি এই বিষয়ে কেন্দ্রকে বলেছি।''
গত সোমবার অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্র এবং বিএসএফের সঙ্গে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার।