শেষ আপডেট: 6th December 2021 07:51
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (pakistan) থেকে উড়ে আসা ড্রোন (drone) নিশানা করে গুলি (firing) বিএসএফের (bsf)। পাঞ্জাবের পুরানো সুন্দরগড় ফাঁড়ির ঘটনা। ভারত-পাকিস্তান সীমান্তে। বিএসএফ জওয়ানদের গুলির মুখে ড্রোনটি পাকিস্তানে ফিরে যায়। রবিবারের ঘটনার পর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তদন্ত শুরু করেছেন। আর কোনও নিরাপত্তার ক্ষেত্রে বিপদ রয়েছে কিনা, নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। দিনকয়েক আগে একই সীমান্ত ফাঁড়িতে পাকিস্তানি ড্রোন উড়তে দেখা যায়। তারপরই এলাকায় চার প্যাকেট হেরোইন উদ্ধার হয়। একটি পড়ে থাকা ব্যাগ থেকে প্রায় ৩৬৬০ কেজি ওজনের মাদক পাওয়া যায় বলে বিবৃতিতে জানিয়েছিল বিএসএফ। এও বলেছিল, ড্রোনের মাধ্যমে চোরাকারবার চালানোর দেশবিরোধী শক্তিগুলির প্ল্যান সন্দেহ করে আমাদের বাহিনী একটি হামিং ড্রোন লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। সাম্প্রতিককালে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্রশস্ত্র, মাদক সরবরাহ চলছে। নিরাপত্তা সংস্থাগুলির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এটা। পাকিস্তানে তাড়া খেয়ে ঢুকে পড়া ড্রোনে মাদক বা অস্ত্র ছিল কিনা, নিশ্চিত নয় বিএসএফ।