শেষ আপডেট: 16th February 2025 12:39
চলতি মাসের শুরুতেই, ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মালদহ সীমান্তে বিএসএফ আরও চারজন বাংলাদেশি গরু পাচারকারীকে আটক করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত চৌকির এক বিএসএফ সদস্য রাতে কুয়াশার মধ্যে সন্দেহজনক কিছু লোককে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি তার দলকে সতর্ক করেন এবং দ্রুত অভিযান চালানো হয়।
বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাঁটাতারের ফাঁকা অংশ ব্যবহার করে পালানোর চেষ্টা করে এবং আদমপুর গ্রামের পাশের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছে, তারা বাংলাদেশি নাগরিক এবং গরু পাচারের সঙ্গে জড়িত। তারা আরও জানিয়েছে, ভারত থেকে দু'টি গরু পাচার করলেই তাদের ৪০ হাজার টাকা দেওয়া হতো।