শেষ আপডেট: 22nd January 2021 03:05
দ্য ওয়াল ব্যুরো: ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে মাথা কেটে খুন করেছিল তার নিজের দাদা ও কাকা! বছর দুয়েক আগে মধ্যপ্রদেশের এই ঘটনায় অপরাধকে 'বিরলের মধ্যে বিরলতম' বলে উল্লেখ করল আদালত। দুই অপরাধীর ফাঁসির রায় ঘোষণা করলেন বিচারক। বললেন, "ওরা যা করেছে তাতে ফাঁসির চেয়ে কম কোনও সাজাই যথেষ্ট নয়।"