Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা
Madhyamik Exam 2024

বোনকে পরীক্ষাকেন্দ্রে এগিয়ে দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু দাদার, দিদিও জখম

বেরোয়া গ্রামের বাসিন্দা স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। এরুয়ার উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে। শুক্রবার অন্যান্য কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে একটি চারচাকা গাড়িতে চড়ে স্মৃতি পরীক্ষা দিতে যাচ্ছিল। ওই চারচাকার কিছুটা পিছনেই বাইকে চড়ে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিলেন স্মৃতির খুড়তুতো দাদা অরিজিৎ। তার বাইকে ছিল দিদি রিক্তা ঘোষ। 

বোনকে পরীক্ষাকেন্দ্রে এগিয়ে দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু দাদার, দিদিও জখম

শেষ আপডেট: 2 February 2024 11:51

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে এগিয়ে দিতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তার খুড়তুতো দাদার। গুরুতর জখম হয়েছে দিদি রিক্তা ঘোষ। ভাতাড়ের বলগোনা-গুসকরা রোডের দাউরাডাঙ্গা গ্রামের কাছে শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। মৃত অরিজিৎ ঘোষের (২১) বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রিক্তাকে। 

বেরোয়া গ্রামের বাসিন্দা স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। এরুয়ার উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে। শুক্রবার অন্যান্য কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে একটি চারচাকা গাড়িতে চড়ে স্মৃতি পরীক্ষা দিতে যাচ্ছিল। ওই চারচাকার কিছুটা পিছনেই বাইকে চড়ে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিলেন স্মৃতির খুড়তুতো দাদা অরিজিৎ। তার বাইকে ছিল দিদি রিক্তা ঘোষ। 

সকালের দিকে যথেষ্ট কুয়াশা ছিল। বাইকে চড়ে দুজনে এরুয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক আসা একটি চারচাকা গাড়ি তার বাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিতের। রিক্তা গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার্থী স্মৃতিকে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে প্রথমে কিছুই জানানো হয়নি। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় তাকে। বোনকে মানসিক জোর দিতে দুই ভাইবোন যাচ্ছিলেন তার সঙ্গে। আচমকা এমন ঘটনায় বাকরূদ্ধ গোটা পরিবার।


ভিডিও স্টোরি