শেষ আপডেট: 15th February 2021 12:26
ফের মা হবেন মেগান, সাদাকালো ছবি-সহ খবর ছড়াল সোশ্যাল মিডিয়ায়
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার খুশির জোয়ার হ্যারি-মেগানের জীবনে। মা হতে চলেছেন মেগান মর্কেল। কিছুদিনের মধ্যেই তাঁর এবং ব্রিটেনের রাজপুত্র হ্যারির পরিবারের সদস্য সংখ্যা ৩ থেকে বেড়ে ৪ হতে চলেছে। দাদা হতে চলেছে ব্রিটেনের ছোট্ট রাজপুত্র দেড় বছরের আর্চি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে রবিবার, ভ্যালেন্টাইন্স ডে-তে সুখবর জানিয়েছেন সাসেক্সের ডিউক এবং ডাচেস।
সোশ্যাল মিডিয়ায় হ্যারি-মেগান সাদাকালো ছবি শেয়ার করে দ্বিতীয় সন্তানের খবর দিয়েছেন সকলকে। তবে ছবিতে খুব সুন্দর ভাবে ধরা পড়েছে হ্যারির সঙ্গে মেগানের অন্তরঙ্গ মুহূর্ত। রাজপরিবারের বিশাল আয়োজন নেই, নেই কোনও ফটোশ্যুট, বাড়ির বাগানে আইপ্যাডে বন্দি হয়েছে দু’জনের ছবি। ঘাসের উপর হ্যারির কোলে মাথা রেখে শুয়ে আছেন মেগান। দু’জনেরই মুখে হাসি, ঘরোয়া পোশাক, খালি পা। ঘাসে বসে পড়ার আগে যে বেশ কিছুক্ষণ বাগানে হেঁটেছেন, তা কালো হয়ে যাওয়া হ্যারির পা দেখলেই বোঝা যায়। আর স্পষ্ট হ্যারির কোলে মাথা রাখা মেগানের ‘বেবি বাম্প'। আর এই খবর যে একশো শতাংশ সঠিক সেকথা তাঁদের মুখপাত্র ব্রিটেনের একটি পত্রিকাকে জানান।
প্রথম সন্তান আর্চির জন্মের পরে আবারও সন্তান সম্ভবা হন মেগান, কিন্তু শারীরিক জটিলতার কারণে তাঁর গর্ভপাত হয়ে যায়। ৩৯ বছরের মেগান ও ৩৬-এর হ্যারি গত বছরই তাঁদের রাজকীয় দায়িত্ব ও কর্তব্য থেকে সরে দাঁড়ান। কারণ হিসাবে, রাজকীয়তার বাইরে বেরিয়ে সাধারণ জীবন কাটানোর ইচ্ছের কথা জানিয়েছিলেন তাঁরা। দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেওয়ার ধরনেও ধরা পড়েছে সেই সাধারণভাবে বাঁচার ছবি।
https://twitter.com/misanharriman/status/1361033242950971394?s=08
হ্যারি ও মেগানের বন্ধু মিসান তাঁদের দুজনের ছবি ট্যুইটারে পোস্ট করেন এবং লেখেন, "আমি তোমাদের ভালবাসার কাহিনি শুরুর সাক্ষী ছিলাম তোমাদের বিয়েতে। আবার সেই ভালবাসারই বেড়ে ওঠাকে ফ্রেমবন্দি করতে পেরে সম্মানিত বোধ করছি।" বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন যে রানি এলিজাবেথও এই খবরে ভীষণই খুশি। তিনিও শুভেচ্ছা জানিয়েছেন হ্যারি ও মেগানকে।