শেষ আপডেট: 24th September 2023 06:15
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশের চার্জশিট অস্বস্তি বাড়াল বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Singh)। রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লি পুলিশের বিস্ফোরক অভিযোগ, ব্রিজভূষণ সুযোগ পেলেই মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা (Sexual Harrasment) করার চেষ্টা করতেন!
কুস্তিগিরদের আন্দোলনে চলতি বছরের জানুয়ারি থেকেই উত্তাল গোটা দেশ। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে পথে নেমে আসেন কুস্তিগিররা। আন্দোলনে যোগ দেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। অভিযোগ ওঠে, প্রথমে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও তদন্ত করতে রাজি ছিল না।
পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এফআইআর দায়ের করে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আশ্বাসে ধর্না তুলে নেন কুস্তিগিররা। তবে আন্দোলন থেকে সরে আসেননি তাঁরা।
তাজিকিস্তানে এক কুস্তি টুর্নামেন্টের সময় এক মহিলা কুস্তিগিরকে নিজের ঘরের ডেকে জোর করে জড়িয়ে ধরেন, এমন অভিযোগ উঠেছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। পুলিশ আদালতে জানিয়েছে, এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি দাবি করেছিলেন যে বাবার মতো আচরণ করেছেন!
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মেয়েটি কোনও প্রতিক্রিয়া দিয়েছে কি না তা প্রশ্ন নয়, প্রশ্ন হল তার প্রতি অবিচার করা হয়েছে কিনা?' আদালতে আরও এক নির্যাতিতার অভিযোগের কথা বলেন দিল্লি পুলিশের আইনজীবী। তিনি জানান যে, তাজিকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সময় ব্রিজভূষণ অনুমতি ছাড়াই মহিলা কুস্তিগিরের শার্ট তুলে পেটে স্পর্শ করেছিলেন। এমনকী মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী আগামী ৭ অক্টোবর। এখন দেখার আদালত এই চার্জশিটের পরিপ্রেক্ষিতে কী জানায়।
আরও পড়ুন: এশিয়াডের শুরুতেই বাজিমাত, উজবেকিস্তানকে ১৬ গোলে হারাল ভারত, হ্যাটট্রিকের হ্যাটট্রিক