শেষ আপডেট: 19th September 2024 23:58
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই নারী সুরক্ষার দাবিতে পথে নেমে আন্দোলন করছেন জনতা। সম্প্রতি প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে কোচবিহারের মেখলিগঞ্জেও। বৃহস্পতিবার সেই মেখলিগঞ্জেই পরকীয়ার অভিযোগে প্রকাশ্য দিবালোকে এক বধূর গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ উঠল এলাকার মহিলা সমিতির সদস্যদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা অঞ্চলের বড়কামাত এলাকায়। ঘটনার জেরে অপমান সইতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই বধূ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই বধূর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচজন মহিলাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রের খবর, যাঁর বিরুদ্ধে এলাকার মহিলারা পরকীয়ার অভিযোগে এদিন মধ্যযুগীয় কার্যকলাপ ঘটালেন সেই বধূর বিরুদ্ধে তাঁর স্বামীর কোনও অভিযোগ নেই। ঘটনার নেপথ্যে বড় কোনও চক্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই বধূ গত ৬ মাস ধরে বাপের বাড়িতে ছিলেন। রটে যায়, তিনি নাকি পরকীয়ায় জড়িয়েছেন। সম্প্রতি তিনি স্বামীর বাড়ি ফিরে আসেন। এরপরই গ্রামের মহিলা সমিতির সদস্যরা স্বামীর সামনেই ওই বধূকে চরিত্রহীন আখ্যাা দিয়ে ঘর থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নিয়ে এসে জুতোর মালা পরিয়ে স্থানীয় বাজার-সহ গোটা এলাকা ঘোরায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।