ভর্তি পোর্টাল কীভাবে কাজ করবে তা বিস্তারিতভাবে মঙ্গলবারই জানিয়েছিলেন ব্রাত্য। বুধবার জানান, কতজন ছাত্রছাত্রী আপাতত আবেদন করেছেন।
ব্রাত্য বসু
শেষ আপডেট: 18 June 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, বুধবার সকাল ১০টা থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল (Centralized Admission Portal) খুলে যাবে। সেই পোর্টাল চালু হওয়ার পর হাজার হাজার পড়ুয়া আবেদন করেছেন। সোশ্যাল মাধ্যমে এমনটাই জানিয়েছেন ব্রাত্য বসু। কতজন আবেদন করেছেন, সেই তথ্যও দিয়েছেন শিক্ষামন্ত্রী।
এই বছর উচ্চশিক্ষা বিভাগ ১৭টি সরকার-পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীন মোট ৪৬০টি সরকারি এবং সরকার-পোষিত কলেজে এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করেছে। এই ভর্তি পোর্টাল কীভাবে কাজ করবে তা বিস্তারিতভাবে মঙ্গলবারই জানিয়েছিলেন ব্রাত্য। বুধবার জানান, কতজন ছাত্রছাত্রী আপাতত আবেদন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বলেন, বুধবার সন্ধে ৬টা পর্যন্ত উচ্চ শিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ২৮ হাজার ৪৪৩ জন পড়ুয়া নিজেদের নথিভুক্ত করেছেন। মোট নথিভুক্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৫১ জন ভিন রাজ্যের। শিক্ষামন্ত্রী এও জানান, এতজন পড়ুয়া এখনও পর্যন্ত মোট ৭১ হাজার ৯৪৯টি আবেদন করেছেন।
প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে ১ জুলাই। তবে শিক্ষামন্ত্রী এও জানিয়েছেন, প্রথম দফার সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই তালিকায় পড়ুয়ারা তাদের পছন্দের আসন যা আগের তালিকা অনুযায়ী পায়নি সেগুলি ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে আবার ভর্তির সুযোগ পাবে।
টাকা জমা দেওয়ার জন্য এবার তিনটি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, এর মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটি পড়ুয়াদের বহন করতে হবে না। তা দেবে রাজ্য সরকার।