Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ বাংলাদেশ হাই কমিশনারের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়ক
Hooghly Bomb Blast

খেলতে গিয়ে বোমা ফেটে পাণ্ডুয়ায় এক কিশোরের মৃত্যু, আহত আরও দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে

পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম আরও দুই কিশোর।

খেলতে গিয়ে বোমা ফেটে পাণ্ডুয়ায় এক কিশোরের মৃত্যু, আহত আরও দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে

শেষ আপডেট: 6 May 2024 07:03

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম আরও দুই কিশোর। তাদের মধ্যে একজনের হাত উড়ে গেছে বলে জানা গেছে। পাণ্ডুয়া হাসপাতাল থেকে তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সোমবার সকালে পাণ্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনিতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে মাঠের ধারে বোমা রাখা হয়েছিল। খেলতে গিয়ে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ছুটে আসেন এলাকার লোকজন। তাঁরাই গুরুতর আহত অবস্থায় তিনজনকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। 

মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস (১১)। বর্ধমানের পাল্লা রোডে তার বাড়ি। পাণ্ডুয়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এলাকার পরিচিত আরও দুই কিশোরের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল রাজ। হঠাৎই ছন্দপতন। কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। আহত অন্য দুই কিশোরের নাম রূপম বল্লভ (১৩) ও সৌরভ চৌধুরী (১১)। 

স্থানীয় এক বাসিন্দা সুকান্ত মিস্ত্রি বলেন, "প্রতিদিনের মতো স্নান করতে যাচ্ছিলাম। সেই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তড়িঘড়ি পুকুর পাড়ে গিয়ে দেখি জখম অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর। কিভাবে ঘটনাস্থলে বোমা এল ! কারাই বা সেখানে বোমা রেখে গেল, কিছুতেই বুঝতে পারছি না। বাচ্চারা প্রতিদিনের মতোই খেলা করতে এসেছিল।" 

ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। কারা এখানে বোমা রেখেছিল, তা খতিয়ে দেখছেন তাঁরা। আর কিছুক্ষণ পরেই পাণ্ডুয়ায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই এমন ঘটনায় সাড়া পড়েছে প্রশাসনিক স্তরে। 

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরও কিছু বিস্ফোরক থেকে থাকলে তা খোঁজ করে দেখতে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

২০ মে পঞ্চম দফায় ভোট হুগলিতে। তার আগে বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনায় তোলপাড় জেলা। বিরোধীদের অভিযোগ, সন্ত্রাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, "ভোটের দিন সন্ত্রাস করতেই জায়গায় জায়গায় বোমা মজুত করছে তৃণমূল। আর অজান্তেই তার বলি হল নিরীহ কিশোর। মানুষ নিশ্চই ভোটের বাক্সে এর জবাব দেবে।" শাসকদলের পাল্টা দাবি, ভোটে পরাজয় নিশ্চিত জেনে সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তারই জেরে এই মর্মান্তিক ঘটনা। 


ভিডিও স্টোরি