শেষ আপডেট: 8th February 2022 04:16
দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) কেন্দ্রীয় বাজেট পেশ করেন। মঙ্গলবার সংসদের (Parliament) দুই কক্ষে সেই বাজেট নিয়ে আলোচনা হবে। একটি সূত্রে খবর, রাজ্যসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটি (Business advisory committee) বাজেট নিয়ে আলোচনার জন্য ১১ ঘণ্টা বরাদ্দ করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী ওই বিতর্কের জবাব দেবেন। বাজেট নিয়ে প্রথমে সাধারণ আলোচনা হবে। তারপরে হবে বিস্তারিত আলোচনা। সাধারণ আলোচনার সময় কোনও মোশন আনা যাবে না। সেখানে কেবল বাজেটের সাধারণ প্রকল্পগুলি নিয়েই আলোচনা করা যাবে। এরপরে রেল, গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ এবং শিল্প নিয়ে আলাদা করে বিস্তারিত আলোচনা হবে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন খাতে ব্যয়বরাদ্দ নিয়ে আলোচনা হবে।