ফাইল ছবি
শেষ আপডেট: 29th October 2023 12:06
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র দু'সপ্তাহ। তাই গতকাল লক্ষ্মীপুজোর দিন থেকেই ব্যারাকপুর মহকুমা এলাকায় শুরু হয়ে গিয়েছে কালীপুজোর প্রস্তুতি। কলকাতা সহ শহরতলিতে যেভাবে থিমের দুর্গাপুজোর রমরমা দেখা যায়, ঠিক তেমনই উত্তর ২৪ পরগণর ব্যারাকপুর এলাকায় কালীপুজোয় থিমের মণ্ডপ করা হয়। এখানে সব থেকে বড় কালীপুজো হয় নৈহাটিতে। গোটা ব্যারাকপুর সহ আশপাশের এলাকায় বিশাল আকারের প্রতিমা তৈরি হয়।
অন্যদিকে, এবার বড়মার পুজো একশো বছরে পড়ল। শনিবার লক্ষ্মীপুজোর দিন সকালেই বড়মার মূর্তিতে চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা হয়। দীর্ঘ সময় ধরে মায়ের অসংখ্য ভক্ত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন। রাজস্থান থেকে আনা কষ্টিপাথরের সাড়ে চার ফুটের মায়ের মূর্তি বসানো হয়েছে মন্দিরে। ১০০ ভরি সোনার গয়নায় সাজানো হয়েছে দেবী প্রতিমা। সেই সঙ্গে হয় হোম, ভোগ বিতরণ।
আজ, রবিবার বেলা ১২ টা ৫০ মিনিটে বড় মা-র নতুন মন্দিরের দরজা খোলা হবে। সেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। তবে কালীপুজোর পরে তিনি আসবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি শনিবার সকালে অরবিন্দ রোডে ২২ ফুটের চিরাচরিত বড়মার পুজোমণ্ডপ তৈরির খুঁটিপুজোও হয়। যেখানে উপস্থিত ছিলেন বড়মার অজস্র ভক্ত।
ব্যারাকপুর এলাকার বিভিন্ন ক্লাবেও শনিবার কালীপুজোর খুঁটিপুজো হয়েছে। যার মধ্যে রয়েছে নৈহাটির অন্যতম বড় বাজেটের নিউ স্টার ক্লাব। এবার তাঁদের মণ্ডপের থিম স্বর্ণরথ। প্যারিসের অপেরা হাউসের অনুকরণে এবছর কালীপুজোর পুজোমণ্ডপ তৈরি হবে নৈহাটির অন্য একটি ক্লাবে। আবার ব্যারাকপুরের মণিরামপুরের বয়েজ স্পোর্টিং ক্লাব ৮০ ফুটের কালীপ্রতিমা তৈরি করে রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছে। আজ, রবিবার সন্ধ্যায় এই ক্লাবের খুঁটিপুজো হবে। এছাড়া সোদপুরের বড় পুজো বলে পরিচিত বিদ্যাসাগরপল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এবারের পুজার থিম 'সৃষ্টি থেকে মুক্তি'।