শেষ আপডেট: 17th January 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের বইমেলা। আর বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিতে রাজি হয়নি পাবলিশার্স অ্য়ান্ড গিল্ড। যা নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।
ওই মামলাতেই শুক্রবার গিল্ডের কাছে হাইকোটের প্রশ্ন, 'আপনারা কি জানেন না বিশ্ব হিন্দু পরিষদের নিজস্ব পাবলিকেশন আছে?'
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। বিচারপতি জানতে চান, "এত বছর ধরে অনুমতি দিয়ে আসছেন, তখন মনে হয়নি তাদের লেখা বই স্পর্শকাতর? তাহলে কেন অনুমতি দিলেন?" এ সময় গিল্ডের তরফে বলা হয়, 'বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট সেন্সেটিভ এবং বিতর্কিত। গিল্ড কর্তৃপক্ষ কোন বিতর্ক চায় না'।
এরপরই বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে কি স্টল দেওয়া হবে কিনা তা আগামী সোমবার গিল্ডকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত।