শেষ আপডেট: 5th November 2023 19:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ছুটির দিনে মর্মান্তিক দুর্ঘটনা বনগাঁয়। বনগাঁ ব্লকের ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকার।
সূত্রের খবর, মৃতরা হল ৮ বছরের এর রিমি বালা এবং ১৩ বছরের মাম্পি কর্মকার। দুই নাবালিকাই ট্যাংরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। স্থানীয় সুত্রে খবর, রবিবার দুপুর ২টো নাগাদ ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের গ্রাম ট্যাংরা এলাকায় একটি পুকুরে জামা কাপড় কাচার জন্য গিয়েছিলেন মানসী কর্মকার। সেই সময় তাঁর সঙ্গে গিয়েছিলেন বোন মাম্পি কর্মকার এবং তার মাসির মেয়ে রিমি বালা। জামা কাপড় কাচার সময়েই দুর্ঘটনা ঘটে। পা পিছলে প্রথমে রিমি জলে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মাম্পি কর্মকারও জলে পড়ে যায়। সাঁতার না জানায় জলে নামতে পারেননি মানসী কর্মকার। দুই বোনকে উদ্ধার করার জন্য চেঁচামেচি শুরু করেন তিনি।
তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। আধ ঘণ্টা চেষ্টার পর প্রথমে রিমি বালাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর আরও দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় মাম্পি কর্মকারকে। স্থানীয়রা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাম্পিকেও মৃত বলে ঘোষণা করেন।
মানসী কর্মকার জানিয়েছেন, 'আমি পুকুরে জামা কাপড় কাচছিলাম, সেই সময় আমার দুই বোন ডাঙায় খেলা করছিল। হঠাৎই মাসির মেয়ে রিমি জলে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আমার বোন মাম্পিও জলে পড়ে যায়।'
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ট্যাংরা এলাকায়। যদিও শোকাহত পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, ট্যাংরা গ্রাম পঞ্চায়েত সব রকমভাবে এই পরিবারের পাশে থাকবে। যে কোনও রকম সহযোগিতার জন্য ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রস্তুত।