শেষ আপডেট: 2nd November 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দেশের একাধিক বিমান সংস্থার কাছে এসেছে হুমকি ফোন। বোমাতঙ্কে তড়িঘড়ি মাঝ আকাশ থেকে বিমানকে নামানো হয়েছে। এবার সেই বোমাতঙ্কের আতঙ্ক ছড়াল দুরপাল্লার ট্রেনেও।
বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোম রাখা আছে বলে উড়ো ফোনে শোরগোল পড়ে যায়। মাঝপথে ট্রেন থামিয়ে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। তবে বিষয়টিকে হাল্কা ভাবে দেখতে নারাজ রেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যে রেলের সাইবার ক্রাইম বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। নেপথ্যে জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তা নিযেও চর্চা শুরু হয়েছে। এক রেল কর্তার কথায়, "হতেই পারে পুরোটা পরিকল্পিত ছক।"
রেল সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় রেলের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, 'বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমা রাখা আছে! সবাই মরবে'। মুহূর্তে শোরগোল পড়ে যায় রেল কর্তাদের মধ্যে।
উত্তর প্রদেশের গোন্দা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আরপিএফ, জিআরপির পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। গোটা ট্রেন তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও অবশ্য বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি।
কে বা কারা এই ভুয়ো হুমকি দিয়েছিল, তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা।