শেষ আপডেট: 2nd February 2023 05:47
মা উড়ালপুলে পড়ে রয়েছে ব্যাগ! বোমা আছে কি, রাতের শহরে আতঙ্ক
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে মা উড়ালপুলের (Maa Flyover) ওপর ছড়াল বোমাতঙ্ক। উড়ালপুলের ওপর একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক (Bomb Threat) তৈরি হয়। যার জেরে ব্যহত হয় যান চলাচল।
জানা গেছে, এদিন রাতের দিকে উড়ালপুলের ডিভাইডারের ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ব্যাগের মধ্যে কী আছে তাই সন্দেহ হওয়ায় তিনি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশের প্রাথমিক অনুমান করে, ব্যাগের মধ্যে বোমা থাকলেও থাকতে পারে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তারা। আসে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডও।
রাত ১১টা পর্যন্তও জানা যায়নি ওই ব্যাগের মধ্যে কী আছে। এই ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় উড়ালপুলের ওপর। তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর।
সিপিএম চায় নওসাদ জেলে থাকুক, বিস্ফোরক ত্বহা, ‘দালাল’ বলে পাল্টা খোঁচা সেলিমের