শেষ আপডেট: 17th February 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাড়িতে বোমাতঙ্ক (Bomb scare)! একটি ফোনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুখ্যমন্ত্রীর লখনউয়ের (Lucknow) বাড়িতে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে বোম রয়েছে বলে শুক্রবার বিকালে একটি ফোন যায় দিল্লির পুলিশ কন্ট্রোলরুমে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাসভবনে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। যদিও পরে খবর মেলে যে, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বোমা বা বিস্ফোরক জাতীয় তেমন কিছুই পাওয়া যায়নি।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সূত্রে জানা গেছে, "শুক্রবার বিকেলে দিল্লি পুলিশ কন্ট্রোলরুমে একটি ফোন আসে। এক ব্যক্তি জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির বাইরে বোম রাখা আছে। এরপরই ফোন কেটে দেন সেই ব্যক্তি। তাঁর নাম-পরিচয় কিছুই জানা যায়নি।"
এরপর সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ গোটা বিষয়টি লখনউ পুলিশকে জানায়। খবর পেয়ে আদিত্যনাথের বাড়িতে পৌঁছয় লখনউ পুলিশ ও বম্ব স্কোয়াড। মুখ্যমন্ত্রীর বাসভবনের সর্বত্র তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। কিন্তু বোম বা কোনওরকম বিস্ফোরক দ্রব্য খুঁজে পাওয়া যায়নি।
শেষ অবধি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে বোমা থাকার খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে জানায় উত্তরপ্রদেশ পুলিশ। আপাতত যে ব্যক্তি ফোন করে এই খবর জানিয়েছিল, তাঁর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মুখ্যমন্ত্রী এবং তাঁর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
টুইটারের দিল্লি ও মুম্বইয়ের অফিস পাকাপাকিভাবে বন্ধ, ভারতীয় দলে পড়ে রইলেন ৩ জন