শেষ আপডেট: 17th September 2023 06:38
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে শহরে ছড়াল বোমাতঙ্ক (Bomb Scare in Kolkata)। কলকাতার হরিদেবপুরে রাস্তার ধারে একটি জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয়েছে বোমাটি। একটি প্লাস্টিকে মোড়া জিনিস দেখে প্রথমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এসে বোমাটি উদ্ধার করা হয়। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।
জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন সকালে সাফাইকর্মীরা জঞ্জাল তুলতে এসেছিলেন। হরিদেবপুরের ব্যানার্জী পাড়ার বকুলতলা ভ্যাটের মধ্যে প্লাস্টিক জড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন। সেই প্লাস্টিকের মধ্যে দিয়ে উঁকি মারছিল তার ও ব্যাটারি। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়।
পুলিশ এসে বোমাটি উদ্ধার করে একটি জলের বালতির মধ্যে ফেলে দেয়। তারপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে পরীক্ষা করে দেখে ওই বস্তুটা বোমা কিনা, বোমা হলে কী ধরণের বোমা তা খতিয়ে দেখছে।
বম্ব স্কোয়াডের সদস্যদের প্রাথমিক অনুমান, বস্তুটি একটি টাইম বোমা। তবে কতটা বিস্ফোরক রয়েছে, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, দিন কয়েক আগেই এই হরিদেবপুর থেকে একটি বোমা উদ্ধার হয়েছিল। কলকাতায় পরপর একই জায়গায় এমন ঘটনা ঘটায় উদ্বেগ ছড়িয়েছে। এত বোমা কোথা থেকে আসছে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: আবাস যোজনায় ‘অসহযোগিতা’র অভিযোগ, কেন্দ্রের হলফনামা চাইল হাইকোর্ট