মৃত ধামু বাউরী
শেষ আপডেট: 23 November 2024 08:49
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে এক ব্যক্তির দেহ উদ্ধার। সেখানকার হিরাপুর থানার অন্তর্গত হারামডি রেল ব্রিজের ধারে একটি রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তির নাম ধামু বাউড়ি। বয়স ৩৫ বছর। প্রাথমিক ভাবে জানা গেছে তিনি পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হিরাপুর এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। এখানেই দিন মজুরের কাজ করতেন। মৃতের আত্মীয়রা জানান, আজ সকালে তাঁদের কাছে ফোন আসে। বলা হয় ধামু বাউড়িকে ধর্মপুর এলাকায় রেল লাইনের ধারে মৃত অবস্থায় পাওয়া গেছে। সেই শুনে আত্মীয় স্বজনরা ছুটে আসেন।
আত্মীয়দের দাবি ধামুকে মেরে ফেলা হয়েছে। তাঁর দু'টি মেয়েও আছে। ঘটনার খবর পেয়ে আসানসোলের হিরাপুর থানার পুলিশ ধামু বাউড়ির স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করছে বলে পুলিশ সূত্রে খবর।
হপ্তা দুয়েক আগে, আসানসোলে নিজের চেম্বার থেকে হোমিওপ্যাথি চিকিৎসকের সিলিং থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ছিল, নিজের চেম্বারেই ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। চিকিৎসকের বাড়ি রানিগঞ্জের রাজ পাড়ায়।