শেষ আপডেট: 7th October 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। রবিবার জরুরি ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে আদালত পকসো আইনে মামলা রুজুর নির্দেশ দিয়। কল্যাণী এইমসে ময়নাতদন্ত করার পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে সোমবার ময়নাতদন্ত করার কথাও বলা হয়।
আজ বেলা পৌনে ১২টার মধ্যে পুলিশকে হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার নির্দেশ মোতাবেক মোমিনপুরের কাঁটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীর উদ্দেশে। পৌনে ১০টা নাগাদ সেই গাড়ি কল্যাণীতে পৌঁছয়।
কল্যাণী এমসে ময়নাতদন্ত সম্পন্ন হলে দেহ নিয়ে আসা হবে জয়নগরে। সেখানে শিশুর শেষকৃত্য সম্পন্ন হবে। তাই ওই সময় যাতে কোনও রকম উত্তেজনা না ছড়ায় সেই কারণে পুলিশে পুলিশে ছয়লাপ করে রাখা হয়েছে গোটা এলাকা। এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন ময়নাতদন্ত হয়, সেই দাবি জানিয়েছিলেন মৃত ছাত্রীর বাবা। সেই দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ।
শুক্রবার রাতে জয়নগরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাভূমি থেকে ৯ বছরের শিশুর দেহ উদ্ধার করা হয়। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযোগ উঠেছিল শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শনিবার এই ঘটনায় গোটা দিন উত্তপ্ত হয়েছিল মহিষমারি এলাকা। পুলিশ ফাঁড়িতেও উত্তেজিত স্থানীয়রা আগুন লাগিয়ে দিয়েছিল।