শেষ আপডেট: 30th January 2025 00:07
দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরে উদ্ধার হল বর্ষীয়ান তৃণমূল নেতা সুকুমার অধিকারী (৬৯)-র দেহ। তিনি বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন।
বুধবার ব্যস্ততম এলাকা রানি বাগানের একটি রাস্তা থেকে বর্ষীয়ান ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানাচ্ছেন, রানি বাগানেই বাড়ি সুকুমার বাবুর। বাড়ি থেকে কিছুটা দূরে এক অভিজাত হোটেলের পাশে গলির মধ্যে সুকুমারবাবুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যেখানে তৃণমূল নেতা পড়েছিলেন, তার পাশ থেকে একটি বোতল উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে, মৃত্যুর কারণ নিয়ে এখনই কিছু বলেননি তাঁরা।
এনিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, 'দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুকুমার অধিকারী। কিছুদিন আগে তাঁর একটি বড় অপারেশন হয়। যার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন। এদিকে সবদিক সামাল দিতে বড় অঙ্কের ধারও হয়ে গিয়েছিল বাজারে। টাকা সময় মতো শোধ করতে পারছিলেন না। চাপ বাড়ছিল। হতে পারে সে জন্য তৃণমূল নেতা এমন সিদ্ধান্ত নিয়েছেন।'
তবে এলাকায় প্রশ্ন এখন একটাই। এই মৃত্যু আদৌ স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে কোনও জটিল রাজনৈতিক সমীকরণ। সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ জোরালো ভাবে সক্রিয় হয়ে উঠছে দলের অন্দরেই।