শেষ আপডেট: 24th October 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: সামসেরগঞ্জের গঙ্গা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। বুধবার রাতেই সামশেরগঞ্জের তিনপাকুরিয়া অঞ্চলের ডিস্কোমোড় সংলগ্ন গঙ্গাঘাট থেকে মৃতদেহ উদ্ধার হয়। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি।
এদিকে বুধবার সন্ধ্যায় ফরাক্কা এবং সামসেরগঞ্জের বিভিন্ন স্থানে গঙ্গায় নৌকাডুবির ঘটনাসামনে এসেছে। গঙ্গায় তলিয়ে গেছেন বহু মৎস্যজীবী। তার মধ্যে রয়েছে শিশুরাও।
সন্ধ্যাবেলা মালদা জেলার মৎসজীবীরা সকলেই সামসেরগঞ্জ-দেওনাপুর এলাকার মাঝামাঝি সন্ধ্যায় মাছ ধরছিলেন বলে জানা যায়। তার মধ্যেও অনেক নৌকা ও ছোট ছোট ডিঙি তলিয়ে যায় গঙ্গায়।
এদিকে তলিয়ে যাওয়ার পর অনেকেই সাঁতরে কোনও রকমে গঙ্গার পাড়ে পৌঁছলে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি তাঁদের সামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়।
এরই মাঝে বুধবার রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি মৎসজীবী ছিলেন কি না তা স্পস্ট নয়। বৃহস্পতিবার মৃতদেহ জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তার নাম পরিচয় জানার চেষ্টা করছে সামসেরগঞ্জ থানার পুলিশ।