শেষ আপডেট: 3rd January 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: ভোর চারটে থেকে নিখোঁজ ব্যক্তির দেহ অবশেষে উদ্ধার। বেআইনি কয়লা খনি থেকে ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হল মৃতদেহ।
জামুরিয়ার কুনুস্তোড়িয়া এলাকায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেছিলেন ৩৮ বছরের রবীন্দ্র রায় নামের এক যুবক। দিনভর দফায় দফায় তাঁর খোঁজে তল্লাশি চালায় ইসিএলের রেসকিউ টিম। পরবর্তীতে তারা ব্যর্থ হয়ে উঠে এলে গ্রামবাসীরাই জীবনের ঝুঁকি নিয়ে খনিতে নামেন। বিকেল গড়ানোর পরেও খোঁজ মেলেনি তাঁর। পরে বিশেষ আলোর ব্যবস্থা করে নতুন করে তল্লাশি অভিযান শুরু হলে খনির গর্ত থেকে উদ্ধার করা গেল তাঁকে। যদিও বাঁচানো সম্ভব হল না।
শুক্রবার ভোরে প্রাতঃকৃত্য সারতে গিয়ে ওই যুবক অসাবধানতাবশত ওই পরিত্যক্ত কয়লা খনির খোলা গর্তে পড়ে যান বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ খনির কারণে জায়গাটি বিপজ্জনক অবস্থায় ছিল। তবে প্রথমে কেউ বুঝতে পারেনি যে তিনি ওই গর্তে পড়ে গেছেন। তবে খনি থেকে একটি সাইকেল উদ্ধার হলে তল্লাশি অভিযানে আরও গতি আসে।
ভোর থেকে চলা অভিযানে সাফল্য না আসায় সন্ধে নামার পর বিশেষ আলোর ব্যবস্থা করে আবার ওই খনির গর্তে নামে ইসিএলের উদ্ধারকারী দল। শেষমেশ তাঁরা ব্যর্থ হয়ে উঠে এলে স্থানীয়রাই প্রাণের ঝুঁকি নেন রবীন্দ্রকে খুঁজতে। তাঁরা খুঁজে তো পেলেন তাঁকে, তবে নিথর দেহই উদ্ধার হল।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়দের স্পষ্ট দাবি, এমন অবৈধ খনিগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।