শেষ আপডেট: 3rd July 2023 13:56
দ্য ওয়াল ব্যুরো: খালে নৌকা বাইচ প্রতিযোগিতা চলার সময় ডুবে গেল একটি নৌকা। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুজায়। সূত্রের খবর, ওই নৌকাটিতে ২৫জন মহিলা আরোহী ছিলেন। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ।
সূত্রের খবর, ফাইনাল ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। রেস শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নৌকাটি ডুবে যায়। এদিকে নৌকায় থাকা ২৫জন মহিলা খালের জলে পড়ে যায়। সেসময় খেলা চলছিল চম্পাকুলাম পঞ্চায়েত এবং নেদুমুদি পঞ্চায়েতের মধ্যে। সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেরা ও অন্যান্য পথচারীরা তাঁদের উদ্ধারে জলে নেমে পড়েন।
কেরালার নৌকা বাইচ প্রতিযোগিতা এক শতাব্দী প্রাচীন ঐতিহ্য। সাপের মতো লম্বা, সরু ওই নৌকাগুলির ঘোড়দৌড় দেখতে ভিড় জমে সেখানে। তবে বিগত কয়েক বছরে সেখানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালে আলাপ্পুঝায় এই নৌকা প্রতিযোগিতা চলাকালীন নৌকা ডুবে ১০জনের মৃত্যু হয়েছিল। এরপর ২০২১ সালে কোল্লামে নৌকা ডুবে ১৪ জন মারা গিয়েছিলেন।
১৬ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হল! তারপর দেহ ছুড়ে ফেলা হল নদীতে