শেষ আপডেট: 27th October 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ইংরেজি অক্ষরে লেখা কলকাতা পুরসভার এই বোর্ড অদূর ভবিষ্যতে আর দেখা যাবে না। পরিবর্তে গোটা গোটা বাংলা অক্ষরে লেখা থাকবে কলকাতা পুরনিগম।
আগামী দিনে শহরের বিভিন্ন দোকান এবং এলাকার নামও বাংলায় লেখার পরিকল্পনা করছেন ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, ভবিষ্যতে পুরসভার যাবতীয় অফিসিয়াল চিঠি-সহ অন্যান্য কাজও বাংলায় লেখার ভাবনা রয়েছে মেয়রের।
সম্প্রতি বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। এরপরই সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে পুরসভার মধ্যে আলোচনা শুরু হয়েছিল। শনিবার ছিল পুরসভার মাসিক অধিবেশন। সেখানেই বাংলা ভাষা ব্যবহারের প্রসঙ্গটি তুলে ধরেন পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।
বিশ্বরূপ বলেন, "আমাদের মাতৃভাষা বাংলা। প্রায় সকলেই বাংলায় কথা বলেন। বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতিও পেয়েছে। তাহলে আমরা কেন অকারণে ইংরেজি বয়ে বেড়াব? কেন গোটা গোটা বাংলা অক্ষরে পুরসভার নাম লেখা হবে না?"
বিশ্বরূপের প্রস্তাবকে সমর্থন জানান মেয়র। বৈঠকে ফিরহাদ বলেন, "বিশ্বরূপ সঠিক কথায় বলেছেন। পুরসভার পাশাপাশি শহরের সব অফিস, দোকানের নামও বাংলায় করার ব্যবস্থা করা হবে। সরকারি কাজেও বাংলা ব্যবহার বাড়াতে হবে। শীঘ্রই এ ব্যাপারে আমরা সার্কুলার জারি করব।"