শেষ আপডেট: 10th December 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিএনপি নেতার কলকাতা দখল প্রসঙ্গে সোমবার বিধানসভা থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "আপনারা বাংলা দখলের কথা বলবেন, আমরা নিশ্চয় বসে ললিপপ খাব না!"
মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যে তীব্র ঝড় উঠেছে। এবার এ প্রসঙ্গে পাল্টা কড়া প্রতিক্রিয়া শোনালেন বাংলাদেশের আর এক বিএনপি নেতা রাহুল কবীর রিজভি। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশে বাংলাদেশের বিএনপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, "আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান আমরা কি আমলকি চুষব? তা তো নিশ্চয়ই চুষব না।"
প্রসঙ্গত, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গর্জে উঠেছে বাংলা। কলকাতা সহ একাধিক জায়গায় প্রতিবাদ হচ্ছে। এরই মাঝে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য তথা বিএনপি নেতা বাংলা দখল করার মন্তব্য করেছিলেন। সোমবার বিধানসভায় সেই ইস্যুতে পাল্টা মন্তব্য করতে গিয়ে ললিপপের প্রসঙ্গটি টেনে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ওই প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশের বিএনপি নেতা দাবি করেন, "এত নোংরা অপপ্রাচর, পৃথিবীতে আর কেউ করেনি। ওদের এক নেতা কয়েকদিন আগে বলেছিলেন, এবার চট্টগ্রাম আমরা দখল করব। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের একটা অংশ আপনারা দাবি করবেন। তারই জবাবে আমরা বলেছিলাম, বাংলা বিহার, ওড়িশায় নবাবের যে অংশ রয়েছে সেটা আমরা দখল করব।"
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে ওই বিএনপি নেতা বলেন, "আমাদের একথাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাকি গোঁসা হয়েছে, তিনি নাকি ব্যথিত হয়েছেন। বলেছেন- আমরা নাকি ললিপপ খাব। জবাবে আমিও বলি, আপনারা যদি চট্টোগ্রামের দিকে তাকান আমরা কি আমলকি চুষব? তা তো চুষব না।"
বাংলাদেশের অশান্তির প্রসঙ্গে সেদেশে জাতি সঙ্ঘের শান্তি রক্ষা কমিটি পাঠানো উচিত বলেও মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রসঙ্গ টেনে বিএনপি নেতার বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসাম্প্রদায়িক মানুষ বলে জানতাম। কিন্তু তিনি যে আসলে তা নন, এখন তার প্রমাণ পাচ্ছি।"