শেষ আপডেট: 22nd May 2023 04:16
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই কিছু ওষুধের দরকার পড়েছিল। তাই সময়ের তোয়াক্কা না করে ভোররাতেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলেন ৩৬ বছরের অজয় গুপ্তা। কিন্তু কে জানত, সেই ওষুধ আর প্রয়োজন হবে না তাঁর। হাসপাতাল থেকে ওষুধ নিয়ে ফেরার পথে ২৮ বছরের এক তরুণী বিএমডব্লিউ গাড়ি দিয়ে চাপা দিলেন তাঁকে (BMW Runs Over Delhi Man)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অজয়বাবুরর।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে দিল্লির মোতিনগর উড়ালপুল এলাকায় (Motinagar Flyover accident)। ভোর তখন ৪টে হবে, একটি পিসিআর কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি পুলিশ। দেখা যায়, একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি এবং মোটরবাইক দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় পড়ে রয়েছে সেখানে। তবে গাড়ি কিংবা বাইক, কারওরই মালিকের খোঁজ মেলেনি তখন।
পরে খোঁজখবর করে জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন ২৮ বছরের এক তরুণী। অভিযোগ, অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। মোতিনগর উড়ালপুল এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি জেনারেটরে ধাক্কা মারেন তিনি। তারপর অজয় গুপ্তার বাইকে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন অজয়বাবু। তাঁকে উদ্ধার করে দিল্লির এবিজি হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত তরুণীই। পরে ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে তাঁকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। বাড়িতে অজয় গুপ্তার স্ত্রী এবং দুই সন্তান হয়েছে, তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বলে সূত্রের খবর।
ঘটনায় ইতিমধ্যেই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ, ২৭৯ এবং ৩৩৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গলদঘর্ম গরম থেকে স্বস্তি মিলবে এই সপ্তাহেই, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে