পুলিশকে আটকে বিক্ষোভ।
শেষ আপডেট: 31st August 2024 08:24
দ্য ওয়াল ব্যুরো: ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। রাতের শহরে আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে মত্ত অবস্থায় হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনার জেরে রাত থেকেই অবরুদ্ধ বিটি রোড।
অভিযোগ, রাতেই ওই মত্ত সিভিক ভলান্টিয়ারকে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পরিবর্তে কেন ছেড়ে দেওয়া হল, এই প্রশ্ন তুলে এরপরই কর্তব্যরত এক পুলিশকর্মীকে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। ঘটনার জেরে ডানলপ-শ্যামবাজার রুটে সিঁথির মোড় কার্যত অবরুদ্ধ।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে তাঁরা রাত ১১টা থেকে শান্তিপূর্ণভাবে রাস্তার একপাশে পথনাটিকা করছিলেন। বিচার চেয়ে রাস্তাতে প্রতিবাদী স্লোগানও লিখেছিলেন। পুলিশের অনুমতি নিয়েই হচ্ছিল এই শান্তিপূর্ণ কর্মসূচি।
আন্দোলনকারীরা জানান, "রাত আড়াইটে নাগাদ পুলিশের এক কর্মী এসে জানতে চান, আর কতক্ষণ অনুষ্ঠান চলবে। এর কিছু পরেই মত্ত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার আমাদের ঘেরা জায়গায় বাইক নিয়ে ঢুকে পড়ে। অশালীন মন্তব্য করতে থাকে। তাঁকে গ্রেফতারের পরিবর্তে পুলিশ ছাড়িয়ে নিয়ে যায়।"
এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। ভোরের আলো ফুটলে আন্দোলনে সামিল হন স্থানীয় মানুষজনও। তাঁদের বক্তব্য, "একই ঘটনা যদি সাধারণ কোনও মানুষ করতেন, তাহলে পুলিশ কি তাঁকে ছেড়ে দিত? আইন সকলের জন্য সমান হবে না কেন?"
এরপরই বিটি রোডে কর্তব্যরত পুলিশ কর্মীকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। ঘটনার জেরে সকাল থেকে অবরুদ্ধ সংশ্লিষ্ট সড়ক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের কর্তারা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা। অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের দাবিতে অনড় আন্দোলনকারীরা।