শেষ আপডেট: 7th October 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই বীরভূমে মহিষাগড়িয়া গ্রামের কাছেই পাথর ভাঙার কাজ করতে গিয়ে প্রাণ হারান তিন শ্রমিক। সেবার পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল। আর এবার ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত সাত জন শ্রমিক।
সোমবার সকালে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে বিস্ফোরণ হয়। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে সেই সময় কয়লা ভাঙছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান সাত শ্রমিক। বাকি আরও অনেকেই যাঁরা আশেপাশে ছিলেন, তাঁরা আহত হয়েছেন গুরুতর ভাবে। সঙ্গে সঙ্গেই ওই শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যাচ্ছে, অসাবধানতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ওই খনির আধিকারিক ও উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আরও কেউ আহত বা বিস্ফোরণে আটকে পড়েছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই বীরভূমের মহিষগড়িয়ার কাছের এক খাদানে ধস নেমেছিল। আর তাতেই পাথরের নীচে চাপা পড়ে সেখানেই মারা যান তিন শ্রমিক। মৃত শ্রমিকদের পরিবারের তরফে অভিযোগ ছিল বৃষ্টির জন্য খাদনে ধস নামছিল। বারবার বারণ করা সত্বেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তাতেই খোঁড়াখুঁড়ি করতে গিয়ে প্রাণ হারান শ্রমিকরা। আর আবারও ক’টা দিন কাটতে না কাটতেই সেই বীরভূমেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত জন কয়লাশ্রমিক।