শেষ আপডেট: 26th June 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: পিছু হঠার প্রশ্ন নেই। বরং সামরিক কাঠামো বাড়িয়েই চলেছে চিন। কখনও দেখা গেছে দুই দেশের সীমান্তে গালওয়ান নদীর উপত্যকা বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় দেড় কিলোমিটারের মধ্যে শতাধিক ট্রাক, বুলডোজার মোতায়েন করেছে চিনা বাহিনী, আবার কখনও দেখা গেছে প্যাঙ্গং লেক থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরত্বেই বিমানঘাঁটি বানিয়ে ফেলেছে পিপলস লিবারেশন আর্মি। প্ল্যানেট ল্যাবের প্রকাশ করা সাম্প্রতিক উপগ্রহ চিত্রে আরও চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে। দেখা গেছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসি থেকে ৯ কিলোমিটারের মধ্যে সারি সারি কালো ত্রিপল খাটানো হয়েছে। সেখানে যানবাহনের চলাচল রয়েছে। মানুষের গতিবিধিও টের পাওয়া গেছে। উপগ্রহ চিত্র দেখে অনুমান, ওই এলাকায় পুরোদস্তর সেনা ক্যাম্প তৈরি করে ফেলেছে চিনা বাহিনী।
এলএসি-র যে পেট্রোলিং পয়েন্ট পিপি-১৪-এ চিন ও ভারতীয় সেনার সংঘর্ষ হয়েছিল, ওই এলাকায় ফের তৎপর হয়ে উঠেছে চিনা বাহিনী। উপগ্রহ চিত্র দেখেই অনুমান করা হচ্ছে, অন্তত ১৬টি অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে পিপলস লিবারেশন আর্মির। গালওয়ান নদীর উপত্যকা বরাবর গড়ে উঠেছে ওই সেনা ছাউনিগুলি। গতকাল অর্থাৎ ২৫ জুন ও আজ ২৬ জুনের উপগ্রহ চিত্রেই ধরা পড়েছে এই ছবি। এর আগে গালওয়ান নদী উপত্যকার ওই এলাকায় এমন গতিবিধি দেখা যায়নি। প্ল্যানেট ল্যাব ২২ জুন ও ২৫ জুনের স্যাটেলাইট ইমেজ পাশাপাশি রেখে দেখিয়েছে, নদী উপত্যকা বরাবর কী কী নতুন পরিবর্তন দেখা গেছে। যে এলাকায় চারদিন আগেও কোনও মানুষের গতিবিধি ছিল না,সেখানে হঠাৎ করেই সারি সারি ছাউনি তৈরি হয়েছে। যানবাহনের চলাচলও রয়েছে।