শেষ আপডেট: 18th September 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত। চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে আমজনতা থেকে শুরু করে সব মহল। কিন্তু বিজেপি এই পরিস্থিতির মধ্যে এক ডাক্তারকে নিয়েই বড় অভিযোগ তুলল। তাঁদের নিশানায় রয়েছেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। তাঁর গ্রেফতারি চেয়েছে গেরুয়া শিবির।
ভুয়ো ডাক্তারি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিজেপি দাবি করেছে, মুকুটমণির শুধুমাত্র এমবিবিএস ডিগ্রি রয়েছে। কিন্তু তিনি তাঁর প্রেসক্রিপশন প্যাডে 'পিজি ক্যাল' ব্যবহার করছেন! বিজেপি বলছে, মুকুটমণি কোনও দিন পোস্ট গ্রাজুয়েশনই করেননি। তাই ভুয়ো ডিগ্রি দেখিয়ে তিনি আদতে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন।
জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এমনিতেই চাপে রয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিতে হয়েছে বিক্ষোভ-অবস্থানের পর। এবার মুকুটমণির বিষয় নিয়েও তাঁর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করল বিজেপি। তাঁদের সাফ বক্তব্য, মুকুটমণি অধিকারীকে যদি গ্রেফতার না করা হয় তাহলে ভবিষ্যতে যে ক্ষতি তিনি করবেন তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে।
ইতিমধ্যেই সাধারণ মানুষকে বিজেপি পরামর্শ দিয়েছে এই 'ভুয়ো ডাক্তার'-এর কাছে না যেতে। যারা গেছেন তাঁরা যেন তাঁর দেওয়া ওষুধ না খান, সেই বার্তাও দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের খোঁচা, ''মুকুটমণি এতদিন তো শ্লীলতাহানিতে অভিযুক্ত ছিলেন। এখন তিনি ভুয়ো ডিগ্রিধারীও।''
২০২৩ সালে মুকুটমণির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী। দাবি করেছিলেন, বিয়ের পরের দিন থেকেই নাকি মুকুটমণি বিবাহবিচ্ছেদ চাইছিলেন। এমনকী মোটা অঙ্কের টাকাও দাবি করেছিলেন। নির্যাতন ছাড়াও তাঁর বিরুদ্ধে তোলাবাজি, বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। মোট ৬টি ধারায় মামলা করেছিলেন মুকুটমণির স্ত্রী। সেই নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।